Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদ-মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।

২। পল্লী অবকাঠামো উন্নয়ন,সংরক্ষন ও রক্ষনাবেক্ষন।

৩। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

৪। কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

৫। মহামারী ও দূযোর্গ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম।

৬। কর, ফি, টোল, ফিস উত্যাদি ধার্যকরন ও আদায়।

৭। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

৮। খেলাধুলা ও সাংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্দ্যেগ গ্রহন ও সগযোগিতা।

৯। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

১০। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

১১। জম্ম-মৃত্যু নিবন্ধিকরণ।

১২। সরকারী স্থান সমূহের হেফাজত করা।

১৩। ইউনিয়ন পরিষদের রাস্তা ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৪। বৃক্ষ রোপন, সংরক্ষন ও বৃক্ষসম্পদ চুরি ও ধংস্ব প্রতিরোধ।

১৫। দূযোর্গ ব্যবস্থাপনার মিটিং বা আলোচসা সভা।

১৬। সকল প্রকার সনদ প্রদান।

১৭। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

১৮। বিধবা, এতিম ও দুঃস্থব্যক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য প্রদান।

১৯। সমবায় আন্দেলন ও গ্রামীন শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।

২০। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা।

২১। তথ্যসেবা চালু করার ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রদান।

২২। সরকার কতৃক সময়ে সময়ে আরোপিত দ্বায়িত্বাবলী পালন করা।